প্রিয় নবী সাইয়্যাদুল মুরসালিন, রাহমাতাল্লিল আলামিন (সাঃ) বেলাদত দিবসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপন করে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ, সৌদি আরব শাখা।মৌলানা মোঃ জিয়াউদ্দীনের সুললিত কন্ঠে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই আজিমুশান মাহফিলের শুভ সূচনা হয়। । সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আজমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আবুবকর কামাল। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি এস, এম ,জাহাঙ্গীর আলম, ফারুক রহমান, আনোয়ার মোস্তাক,এম এ, রহিম ফারুক মাহমুদী, মোঃরফিকুল ইসলাম নাছির, আশরাফ চৌধুরী,জাহাঙ্গীর বিন এস, এম, মোঃ মিজানুর রহমান,মোঃ বদরুদ্দোজা। প্রধান আলোচক ছিলেন ধর্ম বিষয়ক মোঃ ইউসূফ। মোঃ ওমর ফারুকের নাতে রাসুল সাঃ পরিবেশনা ও মিলাদ, কেয়ামের মাধ্যমে উপস্থিত নবী প্রেমিকগন মাতোয়ারা হন। বক্তাগন নবীকরিম সাঃ জীবন, আদর্শকে ধারন করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন গঠনে প্রত্যেককে আহ্বান জানান। সভায় ঈদ এ মিলাদুন্নবী( সাঃ) রাষ্ট্রীয়ভাবে উদাযাপনের স্বীক়তি দেওয়ায় জননেন্ত্রী ,মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে ধণ্যবাদ ও দোয়া করা করা হয়। সভায় দেশ ও জাতির কল্যাণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান, তাঁর পরিবার বর্গ, জাতীয় চার নেতা সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মুনাজাত ও পরিশেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরনের মাধ্যমে আজিমুশসান মাহফিলের সফল সমাপ্তি হয়।