Imam Hossain
বর্তমান যুগে প্রযুক্তি ও ইনোভেশন দ্বারা ব্যবসা পরিচালনার এক অসাধারণ বিপ্লব ঘটেছে। আর অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, যারা এই বিপ্লবকে স্মার্ট টেকনোলজির যুগে নিতে পরিশ্রম করছেন প্রতিনিয়ত। সজল আহমেদ তেমনই একজন, যিনি তার স্মার্ট চিন্তা, দক্ষতা ও ইনোভেটিভ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে স্মার্ট বিজনেস ইকোসিস্টেম গঠনে অনন্য অবদান রাখছেন।
ডিজিটাল মার্কেটিং ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় এই উদ্যোক্তার সাফল্য লাভ শুরু হয় পঞ্চম শ্রেণিতে সরকারি মেধাবৃত্তি পাওয়ার মধ্য দিয়ে। তারপর আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক অর্জন আসতে থাকে সজলের শিক্ষাজীবনে। এই অর্জনগুলো তাকে আত্নবিশ্বাসী হিসেবে ভবিষ্যতে এগিয়ে যেতে সুন্দর একটি পথ বাতলে দেয়।
হঠাৎ একদিন সজল চিন্তা করলেন ভিডিও কন্টেন্ট তৈরি ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন। বয়সে তরুণ, তাই উদ্যমী হওয়াটাই স্বাভাবিক। ইউটিউব এ কন্টেন্ট তৈরি করে আপলোড করলেন আর এক মিলিয়নেরও বেশি মানুষ একসময় তার কন্টেন্ট উপভোগ করলো। তিনি স্বপ্ন দেখলেন আরও বড় হবেন আর মোবাইল গেমিং সফটওয়্যার পাবজির একটি ইভেন্টে তিনি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। যেখানে সজলের সঙ্গে অংশ নিয়েছিলো আরও ৩০ টি দেশের প্রতিনিধি।
বিশ্ববিদ্যালয়ের গন্ডি না পেরুনো এই তরুণ ইতোমধ্যে প্রতিষ্ঠা করেছেন জয়’স টেকনোলজি নামের একটি ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যেখান থেকে দেশী ও বিদেশি গ্রাহকরা ভিডিও এডিটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিংসহ সকল ধরনের ডিজিটাল সেবা পাচ্ছেন। জয়’স টেকনোলজি চায় কাজের মাধ্যমে বিশ্বব্যাপী স্মার্ট টেকনোলজি ও ইনোভেশনের বার্তা ছড়িয়ে দিতে।সজল শুধু ডিজিটাল সেবা প্রদান করেই থেমে থাকেননি। স্বপ্ন দেখেন শিশু ও তরুণদের জন্য এক অন্যরকম শিক্ষাব্যবস্থার। উইজকিন নামক একটি বাংলাদেশি অনলাইন শিক্ষাদানকারী প্রতিষ্ঠানে যুক্ত আছেন সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার হিসেবে।ডিজিটাল মার্কেটিং ও ইনোভেটিভ চিন্তাধারার মাধ্যমে সজল ইতোমধ্যে অনেক বহুজাতিক কোম্পানির সঙ্গেও কাজ করার সুযোগ পেয়েছেন। পাবজি, অ্যাপ লক এবং ভিডলাইক এর মধ্যে অন্যতম।
কাজের পাশাপাশি প্রতিযোগিতায় সজল কম যায় না। তিনি ২০২৩ সালে স্টার্টআপ কম্পিটিশন জার্মান এম্বাসিতে আয়োজিত Start Koro season 4 এর ফাইনালিস্ট হয়েছেন । ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত Hult prize Daffodil এর ফাইনালিস্ট” DIU Accelerator Cup” এর ২য় রানার্স আপ এবং Startup Huddle – Dhaka Chapter এর চ্যাম্পিয়ন। এছাড়াও ৩০টির বেশি একাডেমিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে।
তবে উদ্যোক্তা সজলের উদ্যমী যাত্রা তার ভবিষ্যতে এগিয়ে যাওয়ার প্রমাণ বহন করে। তিনি শুধু একজন উদ্যোক্তা নন; তিনি একজন স্বপ্নচারী, যিনি বাংলাদেশের স্মার্ট ভবিষ্যৎ গঠনে কাজ করছেন। তার নিরলস সাধনা, প্রযুক্তির প্রতি অনুরাগ এবং শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানের মাধ্যমে একদিন বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এবং ক্রিয়েটিভ মার্কেটে সেরাদের একজন হয়ে উঠতে চলেছেন।
সজলের মতো উদ্যোক্তারা ব্যবসাকে ডিজিটাল রূপান্তরের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে এবং তাদের গল্প অন্যদেরকে বড় স্বপ্ন দেখতে ও সাফল্যের জন্য প্রচেষ্টা চালাতে অনুপ্রাণিত করে।