ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসায় উপকূলীয় এলাকার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এ তথ্য জানান।
মাউশি সূত্র জানায়, উপকূলীয় অঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান রোববার (১৪ মে) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপকূলে ঘুর্ণিঝড় আঘাত হানতে পারে এবং ক্ষতির আশঙ্কা রয়েছে সেসব এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার শিক্ষা প্রতিষ্ঠান যথারীতি চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান কয়দিন বন্ধ থাকবে তা অবশ্য বলা হয়নি। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘উপকূলীয় যেসব এলাকায় ঝড় আঘাত হানবে সেখানে স্কুলগুলোকে সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহারের জন্য আমরা এরই মাঝে নির্দেশ দিয়েছি। তবে যেসব স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র আছে সেগুলো ব্যবহার করা যাবে না। সেখানে তো পরীক্ষার অনেক সরঞ্জাম আছে।