শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি’র তিন বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১ হাজার ৩০০ জন পরীক্ষার্থী। এদিন পদার্থবিজ্ঞান ১ম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলানিউজকে এ তথ্য জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।
তিনি বলেন, চট্টগ্রামে ৫৮ হাজার ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫৭ হাজার ৪৪০ জন। অনুপস্থিত ছিল ৯৬২ জন। কক্সবাজার জেলায় ৭ হাজার ৯৯০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭ হাজার ৮৩০ জন এবং অনুপস্থিত ছিল ১৬০ জন। রাঙামাটি জেলায় ২ হাজার ৮৮২ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৮৩২ জন। অনুপস্থিত ছিল ৫০ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৩ হাজার ৪৯৫ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪২৩ জন এবং অনুপস্থিত ছিল ৭২ জন। বান্দরবান জেলায় ২ হাজার ৪৪৫ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৩৮৯ জন, অনুপস্থিত ছিল ৫৬ জন পরীক্ষার্থী। চট্টগ্রামে ১১১টি কেন্দ্রে অনুপস্থিত ছিল ১ হাজার ৩০০ জন পরীক্ষার্থী।