ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা শাবনূর। সর্বশেষ ২০১৮ সালে তাকে প্রেক্ষাগৃহে দেখা গিয়েছে। ‘পাগল মানুষ’ নামের সে সিনেমাটি সেভাবে আলোচনায় আসতে পারেনি। তারপর থেকেই আর সিনেমার পর্দায় নেই এ অভিনেত্রী। এক যুগের বেশি সময় অস্ট্রেলিয়ায় বসবাস করছেন তিনি।
আজ এ অভিনেত্রীর জন্মদিন। পরিবারের সঙ্গেই দিনটি উদযাপন করবেন বলে জানান তিনি।
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরের শার্শা উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। সিনেমার আসার পর প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা এহতেশাম তার নাম বদলে রাখেন শাবনূর। এরপর থেকেই এ নামেই উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন তিনি।
এদিকে বেশ লম্বা বিরতির পর আবারও সিনেমায় ফিরতে যাচ্ছেন শাবনূর। ‘রঙ্গনা’ নামের একটি সিনেমার কাজও শুরু করেছেন। তবে কিছুদিন কাজ করার পর সেটির কাজ বন্ধ হয়ে যায়। নতুন করে সিনেমার ফের ঘুরে দাঁড়ানোর এই চেষ্টায় কতটুকু সফল হবেন এ অভিনেত্রী সেটি এখন দেখার বিষয়। এদিকে তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীকে বড় পর্দায় দেখার জন্য অগণিত ভক্ত উন্মুখ হয়ে আছেন।
উল্লেখ্য, শাবনূর ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।