বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
….জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,
মাসুদ রানা।।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক ৭ মার্চে তৎকালীন রেসকোর্স ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শুধু তাই নয় এ-ও বলেছেন, সাত কোটি মানুষকে দাবিয়ে রাখা যাবে না। যার যা কিছু তাই নিয়ে শত্রুর উপর ঝাপিয়ে পড়ুন। এর মধ্য দিয়ে যুদ্ধের আংশিক ঘোষণা তখনই হয়ে যায়। তাই সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে যেতে হবে। বলতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না।
বক্তব্যের উপরোক্ত কথাগুলো বলেন, প্রস্ততি সভার প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন আহমেদ।
চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান বাবুলের সভাপতিত্বে ও প্রচার ও দপ্তর সম্পাদক এমরান হোসেন সেলিমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, পৌর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজুর রহমান, জেলা মৎস্যজীবি লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মল্লিক, সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মাওলানা মোঃ হাসান বেপারী, জেলা রিক্সা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মোল্লা, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক নাজমা আলম প্রমূখ।
আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সকাল ৮ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকল নেতাকর্মী সমাবেত চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্প স্তবক অর্পণ ও বিকেল ৩ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।