ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে প্রতাপনগরে বিক্ষোভ ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাতক্ষীরার প্রতাপনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৪টায় প্রতাপনগর তালতলা বাজারে প্রতাপনগর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলার সঙ্গে জড়িত আওয়ামী লীগ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা মাসুদ রানা, হাফেজ আম্মার হোসাইন, নাজমুল হুদা, তারিক মোনোয়ার ও সাংবাদিক মোস্তাকিম বিল্লাহ সাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওলানা রিয়াছাত আলী সরদার, জামায়াতের যুব বিভাগের সভাপতি আব্দুস সাত্তার, প্রতাপনগর মোটরসাইকেল সমিতির সভাপতি আব্দুল খালেক, জামায়াত নেতা মাওলানা আছাদ আলী বিশ্বাস এবং বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইমরান হোসেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক সহিংসতা ও কণ্ঠ দমনের চেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগের দোষরও অপরাধীদের গ্রেফতার ও ষড়যন্ত্র মোকাবেলায় প্রশাসনকে কঠোর হওয়ার আহবান জানানো হয়।

























