করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক টুইটে তিনি জানিয়েছেন, সামান্য গলা খুশখুশ রয়েছে তার। তবে আপাতত ঠিকই আছেন।
চিকিৎসকরাও জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট করোনা আক্রান্ত হলেও তার বিশেষ উপসর্গ নেই। করোনাভাইরাসের অপেক্ষাকৃত কম ক্ষতিকর ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন তিনি।
তবে তার স্ত্রী মিশেল সংক্রমিত হননি বলে টুইটারে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট।
উল্লেখ্য, বারাক এবং মিশেল- দু’জনেরই করোনার টিকা নেওয়া ছিল। এমনকি কিছুদিন আগে বুস্টার টিকাও নিয়েছিলেন দুজনেই।