Saturday , 18 May 2024
শিরোনাম

করোনা: আরও ১৬২ রোগী শনাক্ত

গত এক দিনে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। নতুন করে আরও ১৬২ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৫২টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৬২ জনের সংক্রমণ ধরা পড়েছে।

তাদের ১৪৯ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। চট্টগ্রামের আছেন ৪ জন। নারায়ণগঞ্জে ২ জন। একজন করে আক্রান্ত হয়েছেন গাজীপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, কুমিল্লা, বগুড়া ও বরিশালের।

গত ২২ মে’র পর থেকে টানা ১২ দিন ধরে বাড়ছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। ১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কভিড রোগীর সংখ্যা রবিবার ফের একশ ছাড়িয়ে যায়। গত সোমবার সকাল আটটা পর্যন্ত ১২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৪ হাজার ২৭৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। একই মাসের ১৮ তারিখে প্রথম একজনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়।

Check Also

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x