কাপ্তাই স্পিল গেট পানি বৃদ্ধির কারণে ১৬ টি গেট খুলে দেওয়া হল
রাঙামাটির কাপ্তাই বাঁধে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ের প্রতিটি ৬ ইঞ্চি করে খুলে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করা হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃক জানানো হয়, বর্তমানে বাঁধের পানির স্তর ১০৮.৪৬ ফুট এমএসএল। পানির অতিরিক্ত চাপ কমানোর জন্য প্রতিদিন প্রায় ৩২,০০০ কিউসেক পানি নদীতে ছেড়ে দেওয়া হবে। এতে পার্শ্ববর্তী এলাকায় নদীর পানি বাড়তে পারে।
কর্তৃপক্ষ পার্শ্ববর্তী জনগণ ও নৌ-যান সংশ্লিষ্টদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এই পানি নিষ্কাশনের ফলে কর্ণফুলী নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় নদীপারের মানুষদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।