কাপ্তাইয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
রাঙ্গামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৫।
এবারের প্রতিপাদ্য ছিলো — “ডিজিটাল যুগে পরিবেশগত তথ্যের প্রবেশাধিকারের নিশ্চয়করণ”।
আজ (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা এবং বিভিন্ন স্থানীয় এনজিও প্রতিনিধি।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“তথ্যের অধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। পরিবেশ সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছানো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে ASHIKA, GFA Consulting Group এবং অন্যান্য অংশীদার সংগঠনের সহযোগিতায় তথ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং তরুণ সমাজ এ আয়োজনে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।