কাপ্তাইয়ে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মবিরতি ও আন্দোলন অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় কাপ্তাই উপজেলার সকল এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে আজ ১৩ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে।
জানা গেছে, গত ১২ অক্টোবর ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে কাপ্তাইয়ের শিক্ষকরা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতিতে অংশ নিয়েছেন। উপজেলা পর্যায়ে ১২ জন শিক্ষক ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে জানা যায়।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের ন্যায্য দাবি আদায় না হলে তারা ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচিতে যোগ দিয়ে আরও বৃহত্তর আন্দোলনে অংশ নেবেন।
শিক্ষক সমাজের প্রধান দাবিগুলো হলো:
১. বাড়ি ভাড়া ভাতা ২০ শতাংশে উন্নীত করা।
২. চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি করা।
৩. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।
পর্যালোচনা:
বিদ্যালয় পরিদর্শনে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক থাকলেও ক্লাস ও পরীক্ষা বর্জনের কারণে তারা অলস সময় পার করছে। শিক্ষকরা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে দীর্ঘদিন ক্লাস বন্ধ থাকলে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।