কার্ড মিটার–গরিব মানুষের জন্য অভিশাপ, বিদ্যুৎ ব্যবস্থাপনায় চরম ভোগান্তি
কাপ্তাইসহ দেশের বিভিন্ন অঞ্চলে কার্ড মিটার চালুর পর সাধারণ ও নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। একটি ফ্যান ও কয়েকটি লাইট চালিয়েই যেখানে আগে মাসিক বিল হতো ১৫০-২০০ টাকা, এখন শুধু মিটার চার্জই ২৫০ টাকার বেশি দিতে হচ্ছে। তার ওপর মূল বিদ্যুৎ ব্যবহারের টাকা আলাদা।
স্থানীয় ভুক্তভোগীরা প্রশ্ন তুলছেন-
“এ যেন সরকারি বিদ্যুৎ ব্যবস্থাপনা নয়, বরং কোম্পানির মত আচরণ। আগে টাকা দিতে হবে, তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবো! গরিব মানুষের জন্য বিদ্যুৎ কি তবে বিলাসিতা হয়ে গেল? সরকার গরিব হয়ে গেল নাকি গরিবের উপর জুলুম চাপিয়ে দিল?”
এছাড়া অভিযোগ উঠেছে, কার্ড মিটার না বসালে আইন-কানুনের জটিলতা ও চাপ প্রয়োগ করে মানুষকে বাধ্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষ নিজেদের অসহায় মনে করছে।
স্থানীয় সচেতন মহল বলছে-
“এটি একপ্রকার অমানবিক সিদ্ধান্ত। গরিব মানুষের ঘরে আলো-হাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশকে বিদ্যুৎ ব্যবস্থাপনার এমন অমানবিক বাস্তবতায় লজ্জিত হওয়া উচিত।”
তাদের দাবি, কার্ড মিটার চার্জ কমিয়ে বা বাতিল করে বিদ্যুৎ ব্যবস্থাকে আবার সবার জন্য সহজলভ্য করতে হবে। নইলে নিম্ন আয়ের মানুষদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে।