কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী চড়াইকোল রেল গেট এলাকায় অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ ২ আসামী আটক করেছে কুমারখালী থানা পুলিশ। গত ১৯ এপ্রিল রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুমারখালী থানার অফিসার ইন চার্জ কামরুজ্জানের নির্দেশে এস আই মোঃ কামাল একদল চৌকস পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে ৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলো,দলুমোরা,চৌদ্দগ্রাম, কুমিল্লার বেলাল হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (২৮) ও শিবরামপুর, কুমারখালী,কুষ্টিয়ার ইসলামের ছেলে উজ্জল (৩৮।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, এই সংক্রান্তে কুমারখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। আসামী দ্বয়কে আদালত পাঠানো হবে