২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে কুমিল্লা চৌদ্দগ্রামের বিশিষ্ট শিল্পপতি আওয়ামীলীগার তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম । এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।
শনিবার চৌদ্দগ্রাম উপজেলা সদরের দোয়েল চত্বরে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে একটি পথসভায় শুভেচ্ছা বক্তব্য দেন জননেতা এম তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম তারপর একটি রেলী করে বঙ্গবন্ধু স্কোয়ারে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। ২৬ মার্চ ১৯৭১ সালে বাঙ্গালি জাতি তাঁর স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষমান ছিল । এই ঘোষণা আসার মধ্য দিয়ে বাঙ্গালি জাতি দেশ স্বাধীনে ঝাঁপিয়ে পরে । নেতা ছিল বলেই আজ আমরা স্বাধীন । তবে আজ বঙ্গবন্ধু নেই তাঁর আদর্শ আমাদের বুকে সবসময় বহমান ।