হালিম সৈকত, কুমিল্লা।। ২৯/৬/২০২২
বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কুমিল্লা’র উদ্যোগে কুমিল্লা জিলা স্কুলের সহযোগিতায় বুধবার বেলা ১১ টায় স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলি। তিনি বলেন ‘আজকের শিক্ষার্থীকে আগামী দিনের যোগ্য নাগরিক এবং পরিবেশ সংরক্ষণে এ্যাম্বেসেডর হতে হবে। কুমিল্লাকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এবং সংরক্ষণে মডেল বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন।’
বিশেষ অতিথি ছিলেন জাতীয় পরিবেশ পদকসহ তিনবার জাতীয় পুরস্কার প্রাপ্ত মতিন সৈকত। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুদীপ্তা রায়, আসমা আক্তার। সঞ্চালনায় ছিলেন মোঃ মিজানুর রহমান। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার প্রদান করেন