কুমিল্লা ২ তিতাস হোমনা কে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আনার স্বপ্ন: ড. মোশাররফ
বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক আপিলের পরও যদি কুমিল্লা ২ তিতাস হোমনা আসন বহাল থাকে তাহলে আমি এই আসন থেকেই নির্বাচন করবো ইনশাআল্লাহ,দল যদি মনোনয়ন প্রদান করে। তিতাস হোমনা কে আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করাই আমার স্বপ্ন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর গুলশানের বাস ভবনে ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিতাস ও হোমনাবাসীকে আস্বস্ত করে তিনি এ কথা বলেন। ড, মোশাররফ আরও বলেন, যেহেতু দলের শীর্ষ নেতৃবৃন্দের অনুরোধ ও সিদ্ধান্তে ২০১৮ সালে বিএনপির অংশগ্রহণে সর্ব শেষ নির্বাচনে উক্ত আসনে মরহুম এমকে আনোয়ার এর অনুপস্থিতে দলীয় মনোনয়ন পেয়ে আমি কুমিল্লা ১ দাউদ কান্দি ও মেঘনার পাশাপাশি কুমিল্লা ২ তিতাস হোমনা আসন থেকেও মোট ২ টি আসনে নির্বাচন করে ছিলাম। যদিও সেই নির্বাচন টা ছিল চরম প্রহশন । যা পৃথিবীর ইতিহাসে বিরল দিনের ভোট রাতেই কেটে নিয়েছিল পতিত সৈরাচার আওয়ামী লীগ সরকার। আমরা তাদেরকে বিশ্বাস করে ভুল করেছিলাম। যাইহউক এই হোমনা ও তিতাস উপজেলা আমার অনেক প্রিয়। আমি বহু আগে থেকেই কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি থাকা কালীন হোমানায় অনেক রাজনৈতিক বিচরন করেছি। তখন মরহুম এমকে আনোয়ার সাহেব চাকুরিতে ছিলেন। ততকালীন হোমনার বিএনপি সভাপতি মরহুম মর্তুজ হোসেন মোল্লা সহ সকল নেতৃবৃন্দের সাথে আমার চমৎকার সু সম্পর্ক ছিল। পরবর্তীতে ২০০২ সালে বৃহত্তর দাউদকান্দির উত্তরান্চলের নয়টি ইউনিয়ন নিয়ে নতুন প্রশাসনিক থানা তথা তিতাস উপজেলা নামে একটি স্বতন্ত্র উপজেলা সৃষ্টি করে এই উত্তরান্চলের উন্নয়নের দরজা উম্মুক্ত করে দিলাম। এই তিতাসের সর্বস্তরের জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্রীয় বিভিন্ন ষড়যন্ত্রের কারনে তিতাস বাসী আমাকে জাতীয় সংসদে পাঠাতে পারেনি।
এসব কারনে আমি ও তাদের প্রত্যাশা অনুযায়ী আর কোন উন্নয়ন কর্মকান্ডে অংশ গ্রহণ করতে পারিনাই। ড,মোশাররফ অনেক আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, এবার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে আসন যদি এইরকম থাকে তা হলে তিতাস বাসীর বহু আকাংখার ফসল হিসেবে আমি তিতাস হোমনা আসন কুমিল্লা ২ থেকে নির্বাচন করবো এবং জনগণের রায়ে যদি বিএনপি সরকার গঠন করে তা হলে এই হোমনা তিতাসের উন্নয়নে অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করে আমার স্বপ্ন ও হোমনা তিতাস বাসীর প্রত্যাশা পুরনে আমি চেষ্টা করবো। আর হোমনা তিতাসকে দুটি আধুনিক মডেল উপজেলায় রুপান্তর করবো। ড, মোশাররফ হোমনা তিতাস বাসীর কাছে দোয়া চেয়েছেন। মতবিনিময় কালে প্রসঙ্গক্রমে তিনি কুমিল্লা ১ দাউদ কান্দি মেঘনা আসনে তাঁর উত্তরসূরী হিসেবে তারই সুযোগ্য পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড, খন্দকার মারুফ হোসেন আসন্ন নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন চাইবেন এবং নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।নির্বাচনী আসনের সীমানা পুনর্নিনির্ধারন ও আগামী ৯ আগষ্ট ঢাকার কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিতব্য ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এর নব গঠিত কমিটির অভিষেক ২০২৫ এর প্রস্তুতি বিষয়ে আলাপ চারিতা ও মত বিনিময় কালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড, খন্দকার মারুফ হোসেন,ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি দাউদউজ্জামান সিকদার লিটন, ঢাকাস্থ দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি জসিম উদদীন, তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি লায়ন শেখ ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলমগীর কবির ও মহসিনসহ আরো অনেকে।
ফোরামের নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক অভিভাবক এর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি মুলক বক্তব্য শুনে তাদেরকে খুব ই প্রফুল্ল ও আনন্দিত দেখা যায়।ফোরামের নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে তাদের করনীয় বিষয়েও প্রতিশ্রুতি প্রদান করেন।