কুষ্টিয়া প্রতিনিধিঃকুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আয়োজনে ৭ই মার্চ, ১৭ মার্চ ও ২৬ শে মার্চ যথাযথ মর্যাদার সাথে পালন করার লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর,
এ্যাড. অনুপ কুমার নন্দী, ডাঃ এ এফ এম আমিনুল হক রতন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, প্রকৌশলী ফারুকুজ্জানান, এ্যাডভোকেট শেখ হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, হাসানুল আসকর হাসু, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ, কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী, দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা,
বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মমিনুর রহমান মোমিজ প্রমুখ।
বক্তারা বলেন, নতুন কেউ আসলে তাকে প্রথমে দলীয় কোন পোস্ট দেওয়া হবে না। দীর্ঘদিন কর্মী হিসেবে কাজ করার পরে তাকে মূল্যায়ন করা হবে। আগামী জাতীয় নির্বাচনে সামনে রেখে প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বর্ধিত সভা হবে। সেখানে প্রধান অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি উপস্থিত থাকবেন।