নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সিটি কলেজে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া সিটি কলেজ। ২৫ জুন, ২০২৪ বেলা ১১ টায় কলেজের অডিটোরিয়ামে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি জনাব আলহাজ্ব মো. মতিয়ার রহমান মজনু। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আন্তাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষে অতিথি ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফসের মো. জাহিদুল আমিন ও লেখক গবেষক ইমাম মেহেদী।
অনুষ্ঠানে শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া সিটি কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসাবুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহিত কুমার বিশ্বাস, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. আরজুমান্দ আরা, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সারথী রাণী ঘোষ, ঊচ্চতর গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রহিদুল ইসলাম। পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. রহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশাদুল হক। অনুষ্ঠানে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফাইল, স্কেল ও কলম উপহার প্রদান করা হয়।