কুষ্টিয়ার মিরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। প্রধান আলোচক ছিলেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন অর রশিদ, উপজেলা আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক ফাতৌসী বেগম, অবসরপ্রাপ্ত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জামাল উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রাশেদুজ্জামান রিমন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রেজওয়ান আহমেদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কুমারখালি উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক হামিদা পারভীন। অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ কেক কাটেন এবং পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে কাজের স্বীকৃতি স্বরূপ ১১ জন আনসার-ভিডিপি সদস্যকে পুরষ্কৃত করা হয়।