কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে ৫১ ভরি ১৩ আনা স্বর্ণসহ ক্ষুদিরাম বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।
আটক ক্ষুদিরাম খোকসা উপজেলার কাদিরপুর এলাকার মৃত নটরাম বিশ্বাসের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ জানতে পারে, পোড়াদহ রেলওয়ে স্টেশনে অবৈধ স্বর্ণের চালান আসছে। এ সময় সন্দেহ হওয়ায় ক্ষুদিরাম বিশ্বাসকে তল্লাশি করে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
পোড়াদহ জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বিষয়টি নিশ্চিত করে জানান, স্বর্ণগুলো ছিল গলার চেন, চুড়ি ও কানের দুল। আটক ক্ষুদিরাম বিশ্বাস বিধিসম্মত কোন প্রমাণপত্র ছাড়াই পাংশা থেকে ট্রেনযোগে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে আসেন। বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ এনে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ক্ষুদিরামকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে বলে জানালেন ওসি মনজের আলী। আরও জানান, দীর্ঘদিন ধরেই একটি চক্র পোড়াদহ এলাকায় স্বর্ণ চোরাচালান করে আসছিল।