আজকাল সৎ মানুষের বড়ই অভাব৷ চারপাশে প্রতারকদের আনাগোনা৷ একজন আরেকজনকে ঠকিয়ে কিভাবে অর্থ হাতিয়ে নিবে এরই প্রতিযোগিতা চলছে৷ এতকিছুর পরও সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সিঙ্গাপুর প্রবাসী মাহমুদ তপন।
গত ২৮ আগষ্ট তিনি দুটি স্বর্নের অলংকার কুড়িয়ে পেয়ে সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী ফেসবুক গ্রুপে পোস্ট করে লিখেন, আজ সন্ধ্যা আনুমানিক সময় ৬,৩০, মোস্তফা সেন্টার”মিনি মাঠের অপজিটে
ABC সপের সামনে থেকে একটি স্বর্নের ব্যাগ পাওয়া গেছে।
উপযুক্ত প্রমাণ সাপেক্ষে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করে – প্রকৃত মালিক কে ব্যাগটি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়। জামান সরকার নামে একজন মন্তব্য করেন, ভাইকে স্যালুট জানাই আপনাকে। মানবতা বেঁচে থাকুক সবার মধ্যে।
আক্তার হাওলাদার লিখেন, যেই ভাই সততার পথ অবলম্বন করেছেন,আপনার বাবা-মা ও আপনার জন্য মন থেকে দোয়া করবো।
আল্লাহ যেন আপনাকে ও আপনার বাবা-মা কে দীর্ঘ নেক হায়াত ও সুস্থতা দান করেন এবং সকল বিপদ থেকে হেফাজত করেন, এবং আমাদের সকলকে এরকম সততা ও মানবতার কাজ করার মনোবল সৃষ্টি করো আল্লাহ,
জনি শিকদার নামে আরেকজন লিখনে,
কৃতজ্ঞতা জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে,জয় হোক মানবতার। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। আপনাদের মত মানুষের জন্যই পৃথিবী এতো সুন্দর। কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই তাদের প্রতি,যাদের মাধ্যমে পৃথিবীতে এসে মানব সেবার এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আমি একজন মুসলিম হিসেবে মহান সৃষ্টি কর্তার কাছে প্রাণ খোলে দোয়া করছি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন।
ফেসবুক পোস্টটি স্বর্নের প্রকৃত মালিকের চোখে পড়ে তিনি সাথে সাথে তপন ভাইয়ের সাথে যোগাযোগ করেন৷ তখন তপন ভাই সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী পেইজের এডমিন মো:ওমর ফারুকী শিপন এর সাথে যোগাযোগ করে বলেন, ওমর ভাই আমি আপনার মধ্যস্ততায় এই স্বর্নালংকার ফেরত দিতে চাই৷
২৯ আগষ্ট সন্ধ্যায় ওমর ফারুকী শিপন ও অন্যান্যদের উপস্তিতিতে বুকিত বাটক এম আরটিতে স্বর্নালংকার ফেরত দেওয়া হয়। হারানো স্বর্ন ফেরত পেয়ে জয় বনিক আবেগতাড়িতভাবে বলেন, এটা শুধু স্বর্নালংকার নয় আমার কষ্টের উপার্জনের স্মৃতি।
আমি সিঙ্গাপুর ছেড়ে চলে যাবো তাই পরিবারের জন্য এই স্বর্নালংকার কিনেছিলাম। তপন ভাইয়ের মতো সৎ মানুষের হাতে পড়ায় ফেরত পেয়েছি। এই ভাইকে আমার পক্ষ থেকে স্যালুট।
মূল্যাবান স্বর্নালংকার কুড়িয়ে পাওয়ার পর নিজের কাছে না রেখে ফেরত দেওয়া প্রসঙ্গে মাহমুদ তপন বলেন, আমি একজন প্রবাসী তাই আমি উপলব্ধি করতে পারছি এই স্বর্নালংকার কিনতে গিয়ে একজন প্রবাসীর কতটা কষ্ট ত্যাগ করতে হয়েছে৷
তার কষ্টের কথা করে এই নিজের কাছে খুব খারাপ লাগে৷ তাই আমি সাথে এই স্বর্নালংকার ফেরত দেওয়ার কথা চিন্তা করে সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশী গ্রুপে পোস্ট করি৷ আমি মনে প্রতিটা প্রবাসী এমন সৎ তারা অন্যের মালামাল পেলে ফেরত না দেওয়া পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারে না৷