Saturday , 4 May 2024
শিরোনাম

কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে: কৃষিমন্ত্রী

কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মন্তব্য করে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‌‘সরকার আধুনিক ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা গড়তে গুরুত্ব দিয়ে কাজ করছে। এজন্য পরিত্যক্ত জমিগুলো কৃষির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে যশোর সদরের চুড়ামনকাটি এলাকায় একটি চারা উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘কৃষি যদি লাভজনক না হয় কেউ চাষ করবে না। আমরা চেষ্টা করছি লাভজনক কৃষি ব্যবস্থা গড়তে। যাতে কৃষক নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অর্জিত অর্থ দিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে।’

পরিদর্শনকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব সাইদুল ইসলাম, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুরুলহকসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী চুয়াডাঙ্গার উদ্দেশ্যে চলে যান।

Check Also

বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

ম্যাচ শুরুর আগেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। আগেরদিন সেখানে হয়েছে বৃষ্টি। উইকেটেও অনেকটা সবুজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x