খাগড়াছড়িতে বালিশচাপা দিয়ে দুই বছরের শিশুকে হত্যা করল মা
খাগড়াছড়িতে মো. তহিদুল আলম আভান নামের দুই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, শিশুর মা তাকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে। এই ঘটনায় মা সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা মো. আব্দুল বাতেন জানান, আভানের বাবা মো. মোস্তাফিজুর রহমান একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। পরিবার নিয়ে খাগড়াছড়ি সদরের শান্তি এলাকায় ভাড়া থাকতেন তারা। তবে ঘটনার সময় মোস্তাফিজুর রহমান পানছড়িতে ছিলেন।আব্দুল বাতেন বলেন, ‘শুক্রবার রাতের কোনো এক সময় মা সাবিনা ইয়াসমিন ঘুমন্ত আভানকে বালিশচাপা দিয়ে হত্যা করে। সাবিনা ইয়াসমিনকে মানসিকভাবে অসুস্থ মনে হয়েছে।’
এই ঘটনায় সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে জানিয়ে আব্দুল বাতেন বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।