কুষ্টিয়া প্রতিবেদকঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার ৩ নং বেতবাড়িয়া ইউনিয়ন অপ নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল চারটার সময় ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আজমত আলী দৌলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু।
উক্ত আওয়ামীলীগের কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আসন্ন উপ নির্বাচেন নৌকার প্রার্থী শফিকুল ইসলাম জমির মাস্টার সহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উক্ত কর্মী সমাবেশে বক্তারা বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আমলে দেশের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ওরফে জমির মাস্টারের নৌকা প্রতীকে সমর্থন দিবেন।ঐক্যবদ্ধ এলাকাবাসী এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বেতবাড়িয়া ইউনিয়নে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করবেন বলে বক্তার আশা প্রকাশ করেন।
দীর্ঘদিন পর বেতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সমাবেশকে কেন্দ্র করে এলাকাবাসী ও নেতা কর্মীদের মাঝে বেশ আনন্দ উৎসব দেখা দেয়।
উল্লেখ্য আগামী ২৯ ডিসেম্বর বেতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।