হুমায়ুন কবির,কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলা বাসস্ট্যান্ডে বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংক লিমিটেড এর ২২২ তম উপশাখা উদ্বোধন হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১১ টার সময় খোকসা উপজেলার বাসস্ট্যান্ডে কুমারখালী শাখার ব্যবস্থাপক মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান মোঃ শফিউল আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুল বারী প্রমুখও।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন খোকসা উপশাখার ইনচার্জ কাজী আনিসুর রহমান।
শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংকের এক নিদর্শনে পরিচালিত অর্থনীতিতে মূল ভূমিকায় অর্থনৈতিক সুযোগ সুবিধা খোকসাবাসীর দোয়ারে পৌঁছে দিতে এই উপশাখা ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, খোকসার অর্থনীতিতে সুদূর প্রসারিত হয়ে মানুষের কল্যাণে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের ব্যবসায়ী, আলেম-উলামা এবং বিনিয়োগকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সবিশেষ ফিতা কেটে উপশাখা খোকসার শুভ উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।