Friday , 3 May 2024
শিরোনাম

খোকসায় নানা কর্মসূচিতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

হুমায়ুন কবির, খোকসা/
“দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতির বিদায় দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হলো কুষ্টিয়ার খোকসা উপজেলায়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার সময় উপজেলা চত্বর থেকে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রেলি, মানববন্ধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, কৃষি কর্মকর্তার সবুজ কুমার সাহা ও সমাজসেবা কর্মকর্তা জাহিদুজ্জামান প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ আলোচনা সভায় বক্তারা বলেন, নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারলেই সমাজের সর্বস্তরে থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। আর সেজন্যই পতিতা পরিবারই হোক দুর্নীতিমুক্ত। কারণ পারলে পারিবারিক শিক্ষাই মানুষকে উচ্চশিক্ষায় আসন পারে।
বক্তারা আরো বলেন, প্রতিটা মানুষের বিবেককে জাগ্রত রাখে শ্ব-শ্ব কাজে সঠিকভাবে নিজেদের কে আত্মনিয়োগ করতে পারলে এবং সাধারণের মাঝে দুর্নীতি বিষয়ে জনসচেতনতাই তৈরি করতে পারে দুর্নীতি প্রতিরোধ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রেলি, আলোচনা সভা, মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী- শিক্ষক ও রোভার স্কাউট, বাংলাদেশ গার্লস গাইড ও বাংলাদেশ স্কাউট অংশগ্রহণ করেন।

Check Also

গুণী শিক্ষক মোসা. আখতার বানুর অবসজনিত বিদায় অনুষ্ঠান

গুণী প্রধান শিক্ষক মোসা. আখতার বানুর অবসরজনিত বিদায় অনুষ্ঠিত হয়েছে। ২ মে ২০২৪ বৃহস্পতিবার বেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x