নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার।। কুষ্টিয়ার খোকসা থানাপাড়া এলাকায় এক ভাড়াটিয়ার বাসায় চুরি করতে গিয়ে দুই চোর হাতেনাতে আটক হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।
ভাড়াটিয়া আসাদুজ্জামান জুয়েল এর বাড়িতে চুরির সময় তার সহধর্মিণী মুন্নি আক্তার কনার সাহসিকতায় এবং স্থানীয় লোকজন ও দুই চোরকে আটক করেন। আটককৃতরা হলেন মোঃ খলিল (৪৩) ও মোঃ জাকির হোসেন (৪৬)।
আটককৃত মোঃ খলিল কুমিল্লার মেঘনা উপজেলার শেখেরগাঁও এলাকার বাসিন্দা এবং মোঃ জাকির হোসেন মাদারীপুর সদর উপজেলার বনগ্রামের বাসিন্দা।
মুন্নি আক্তারের অভিযোগ অনুযায়ী, চোরেরা তার ঘর থেকে নগদ ১৫,০০০ টাকা ও একটি স্বর্ণের আংটি চুরি করে।
এ বিষয়ে বিষয়ে মুন্নি আক্তারের ভাই বলেন,তার বোন ছাদ বাগানে পানি দিয়ে নিচে এসে দেখে ঘরে শব্দ। মুন্নি চোর সন্দেহ করে বাইরে থেকে ছিটকানি আটকিয়ে দেয়।এর মোধ্যে দুজন ডাকাতা বের হয়ে গেলেও আটকে পড়ে দুই ডাকাত।তাদের সাথে ধ্বস্তাধস্তিতে মুন্নির হাতে আঘাত লাগে।এরই মোধ্যে স্থানীয় লোকজন এসে দুই ডাকাত কে ধরে ফেলে। মুন্নি “আমার রান্নাঘর” নামে একটি ইউটিউব চ্যানেল চালায়।
খোকসা থানা পুলিশ সুত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে ১,৫০০ টাকা, একটি তালা ভাঙার ছেনি এবং একটি ভাঙা তালা উদ্ধার করা হয়েছে।
এই চুরির ঘটনায় আরও দুই অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়। পরে মুন্নি আক্তার কণা বাদী হয়ে খোকসা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি খোকসা থানার এফআইআর নং-৭, তারিখ: ১০/১২/২০২৪ ইং অনুযায়ী রেকর্ডভুক্ত হয়েছে। মামলায় পেনাল কোডের ৫৪৫/৩৮০/৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে।
খোকসা থানার পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।