কুষ্টিয়া জেলা প্রতিনিধি, হুমায়ুন কবিরঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইসহাক আলী বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
ভোরের আলো সংগঠনের উদ্যোগে শুক্রবার বিকালে বৃষ্টিবিঘ্নিত খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলার সকল স্তরের কর্মকর্তা ও ভোরের আলোয় সংগঠনের বিভিন্ন খেলোয়াড়দের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
পীযূষ কুমার মজুমদারের পরিচালনায় খেলায় ২-০ গোলে উপজেলা অফিসার্স ক্লাব একাদশ বিজয়ী হয়।
প্রতি প্রতিবারের ন্যায় এবারও খোকসা জানিপুর পাইলট খেলার মাঠে ঝাকে ঝাকে বৃষ্টিবিঘ্নিত অবস্থায় স্থানীয় এলাকাবাসীর হাজারো দর্শকের মুখরিত হয়ে খেলাটি উপভোগ করেন।
পড়ে ভোরের আলো সংগঠনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা এর উপস্থিতিতে বিদায়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ইছাহাক আলীকে সংবর্ধনা পুরস্কার প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও ক্রীড়ামোদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।