কুষ্টিয়া প্রতিনিধিঃ
খোকসা বাসস্ট্যান্ডে মানিক মিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে তেইশ টা স্বর্ণের চেইন সহ গ্রেফতার করলেন খোকসা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মানিক মিয়া (৪২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার রয়েল গ্রামের পিতা-মৃত আশরাফ আলীর ছেলে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মামুনুর রশীদ ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় বাসস্ট্যান্ডে শ্যামলী কাউন্টারের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরে শরীর থেকে তুলা দিয়ে আটকানো প্যাকেট থেকে ২৩ টা স্বর্ণের চেইন পাওয়া যায়।
গ্রেফতারকৃত মানিক পেয়ার কাজ থেকে স্বর্ণের চেইন এর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই।
পুলিশ ধারণা করছে স্বর্ণের এইচএম গুলো অবৈধ পথে দর্শনা বর্ডার থেকে চট্টগ্রামে পাচার করার জন্য যাচ্ছিলেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।