হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ কুষ্টিয়া খোকসায় ৩৫ তম উপজেলা নির্বাহী অফিসার ৩ মাস ১১দিন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার দিয়ে পরিচালিত প্রশাসনিক কার্যক্রম এর অবসান ঘটল বুধবার (১১ মে) ৩৫ তম ইউএনও রিপন বিশ্বাস যোগদানের মধ্য দিয়ে।
বুধবার (১১ মে) বিকাল সোয়া চারটার সময় উপজেলা অফিসে আসলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) মো: ইসহাক আলী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকগণ ফুলেল শুভেচ্ছায় নবাগত উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস কে বরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দাপ্তরিক কাজ সম্পন্ন মধ্য দিয়ে উপস্থিত কর্মকর্তা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সকলের স্বগত উপস্থিতিতে তিনি সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
এর আগে ৩৩ তম উপজেলা নির্বাহি অফিসার হিসাবে ৩০ জানুয়ারি বদলি জনিত কারণে এখান থেকে বিদায়নেন মেজবাহ উদ্দীন। ৩১ জানুয়ারী থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার হিসাবে দায়িত্ব পালন করছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসহাক আলী।