ঢাকা , রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় সাংবাদিকদের মারধর ও ওসির আচরণের প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

স্টাফ রিপোর্টার

রংপুরের গঙ্গাচড়ায় ৫ সাংবাদিকের উপর হামলা ও থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক মহল। এর প্রতিবাদে আজ বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সম্মিলিত সাংবাদিক সমাজ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। ছিনতাই করা ক্যামেরা সহ যাবতীয় জিনিস পত্র উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি করা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।
বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সাংবাদিক জাকিরুল ইসলাম মন্টু, রফিকুল ইসলাম সাবুল, মাহফুজার রহমান মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা এবং থানায় মামলা না নেওয়া অত্যন্ত নিন্দনীয়। একজন অফিসার ইনচার্জ যদি সাংবাদিকদের সঙ্গেই এমন আচরণ করেন, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে। এসময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
৬১২ Time View

গঙ্গাচড়ায় সাংবাদিকদের মারধর ও ওসির আচরণের প্রতিবাদে মানববন্ধন, ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম

আপডেটের সময় : ০৩:১৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় ৫ সাংবাদিকের উপর হামলা ও থানার ওসির বিরুদ্ধে মামলা গ্রহণে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক মহল। এর প্রতিবাদে আজ বিকেলে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে সম্মিলিত সাংবাদিক সমাজ এর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাংবাদিক নেতারা ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ওসিকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এছাড়াও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে। ছিনতাই করা ক্যামেরা সহ যাবতীয় জিনিস পত্র উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি করা হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহমেদ লাল।
বক্তব্য দেন গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সাংবাদিক জাকিরুল ইসলাম মন্টু, রফিকুল ইসলাম সাবুল, মাহফুজার রহমান মাহফুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আরিফ সরকার রিজু।

বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে হামলা এবং থানায় মামলা না নেওয়া অত্যন্ত নিন্দনীয়। একজন অফিসার ইনচার্জ যদি সাংবাদিকদের সঙ্গেই এমন আচরণ করেন, তাহলে সাধারণ জনগণের কি অবস্থা হবে।

তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় পুলিশ প্রশাসন যদি নির্লিপ্ত থাকে, তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামবে। এসময় গঙ্গাচড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।