নিজস্ব প্রতিবেদক || আজ শুক্রবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন থানা থেকে গাজীপুর ডিসি মহোদয়ের কার্যালয়ের সামনে নিবন্ধনধারীরা একত্রিত হতে থাকেন। পরবর্তীতে আন্দোলনকারীরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্যানেল ভিত্তিক নিয়োগ শিক্ষক ফেডারেশন এর মানববন্ধন অংশ হিসেবে এনটিআরসি নিবন্ধিত সনদধারীদের “প্যানেল ভিত্তিক নিয়োগ চাই” এর দাবিতে গাজীপুর ইউনিট একটি মানববন্ধন করেন। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, মাননীয় শিক্ষা মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা বক্তব্য পেশ করেন। বক্তারা ১ হতে ১৫তম সকল নিবন্ধনধারী শিক্ষকদের প্যানেল ভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি করেছেন এবং যতক্ষণ পর্যন্ত নিয়োগ না দেয়া হয় ততক্ষণ পর্যন্ত অবৈধ গণ নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধের দাবি জানান। তারা এনটিআরসির দুর্নীতির বিষয়ে সোচ্চার ছিলেন বলে অবহিত করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী নিবন্ধন প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা তাদের বিভিন্ন কষ্টের কথা উল্লেখ করেন এবং দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দেয়ার হুঁশিয়ারি দেন।