কাতার প্রতিনিধি ঃ ই এম আকাশ
কাতারের দোহা ম্যাজিস্টিক হোটেলে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী পালন করেছে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন গালফ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন।
মঙ্গলবার রাতে পবিত্র কোরআন তেলোয়াত ও এস কে সফির দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও মধ্যপ্রাচ্যের বিশিষ্ট ব্যবসায়ী এম সাইফুল আলম।
সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবুর সার্বিক তত্বাবধানে আলোচনা সভা সঞ্চালনা করেন মোঃ খায়রুল আলম সাগর।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউ) এর সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
বক্তব্য রাখেন কাতার পাবলিক ওয়ারর্ক অথরিটি (আসগল) এর সিনিয়র পরিদর্শক মোঃ নুরুল আলম, বিশিষ্ট রাজনীতিবিদ শফিকুল ইসলাম প্রধান, শফিকুল ইসলাম বাবু, ব্যবসায়ী পাবেল চৌধুরী, সোলেমান গনি, কাতার বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ সালাম সহ আরও অনেকে।
এসময় বক্তারা বলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ বিশ্বময় ছড়িয়ে দিতে প্রবাসে সকল বাংলাদেশি দায়িত্ব পালন করলে করতে হবে।