জবি প্রতিনিধি
বলা হয়েছিল মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার মতো কেন্দ্রীয়ভাবে সবকিছু নিয়ন্ত্রণ করা হবে। গতবারের ভুলগুলো শুধরে এবার বিষয়ভিত্তিক (ইউনিট ভিত্তিক) ভর্তি প্রক্রিয়া নেয়া হয়। তাতে ২টি বিশ্ববিদ্যালয় বেড়ে মোট ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে আনা হয়েছিল বেশ কিছু পরিবর্তন। ভর্তি পরীক্ষার ফি বাড়িয়ে ১৫শ’ টাকা করলেও গুচ্ছ প্রক্রিয়ার সব আশ্বাস ঠিক রাখতে পারছে না কর্তৃপক্ষ। শর্ট সিলেবাসে পরীক্ষার প্রশ্ন হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অভিযোগ প্রথম দুটি ইউনিটের ভর্তির জন্য পূর্ণ সিলেবাসেই পরীক্ষা দিয়েছেন তারা। প্রস্তুতিতে ঘাটতির কারণে গুচ্ছের ফলাফলেও মেধাক্রম অনুসরণ করা হচ্ছে না বলেই সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। আর তাতেই পুরো বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হওয়ায় দুশ্চিন্তায় সময় পার করছেন ভর্তিচ্ছুকরা।
এতে করে ভোগান্তি কমানোর নামে জটিল প্রক্রিয়ায় পড়ে যাচ্ছে তারা। জানা গেছে, গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রায় ৩ লাখ শিক্ষার্থী আবেদন করেছে। এর মাঝে ‘এ’ ও ‘বি’ ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা যথাক্রমে গত ৩০ জুলাই ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ক ইউনিটের ১ লাখ ৫২ হাজার ৩৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের ফলাফল ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
৪ আগস্ট ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। ন্যূনতম ৩০ নম্বর পেয়ে পাস করে ৫৫.৬৩ শতাংশ শিক্ষার্থী। গতবার প্রথমবারের মতো গুচ্ছের ভর্তিতে কেন্দ্রীয়ভাবে ১২শ’ টাকার সাথে বিশ্ববিদ্যালয় প্রতি আরো টাকা গুনতে হয়েছিল ভর্তিচ্ছুকদের। এবারের ভর্তি পরীক্ষায় সেটি সমন্বয় করে মোট ১৫শ’ টাকা আবেদন ফি নেয়া হয়।