ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বাগেরহাটের কয়েকটি উপজেলার আশ্রয় কেন্দ্রে ৬৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত জেলার মোংলা, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার ৬৩ হাজার ৯৯০ জন মানুষ আশ্রয় কেন্দ্রে পৌঁছেছে। কেউ কেউ গৃহপালিত পশু ও মূল্যবান সামগ্রী নিয়েও এসেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার রাত থেকে সর্তকতামূলক মাইকিং করছে জেলা প্রশাসন ও কোস্টগার্ড।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বিভিন্ন উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে। ৩৪৪টি আশ্রয় কেন্দ্রে ২লাখ মানুষ আশ্রয় নিতে পারবে।
এছাড়াও ২৯৮ মেট্রিক টন চাল ও নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, দূর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ১০টি কন্ট্রোল রুম, প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম ও স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।