সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন:
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ড সাতকানিয়া থেকে সদস্য পদে বিজয়ী হয়েছেন আলহাজ্ব আবদুল আলীম(বৈদ্যুতিক পাখা)।তাহার প্রাপ্ত ভোটের সংখ্যা ১১৭।
তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব মনির আহমদ(তালা) পেয়েছেন ৯২ ভোট।অপর প্রার্থী আলহাজ্ব গোলাম ফেরদৌস রুবেল(হাতি)পেয়েছেন ২২ ভোট।
নির্বাচন অফিসসুত্রে জানাযায়,সাতকানিয়া উপজেলায় ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৩৬ টি।
সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষন কেন্দ্রে বিরতিহীন ভাবে ইভিএম চলে এ ভোট।নির্ধারিত সময় পর পরিসংখ্যনে দেখা যায়,চেয়ারম্যান পদে এটিএম পেয়ারুল ইসলাম(আনারস) পেয়েছেন ২১৯ ভোট।তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারায়ন রক্ষিত(সাইকেল) পেয়েছেন ১২ ভোট।
পুরুষ সদস্য পদে আলহাজ্ব আবদুল আলীম((বৈদ্যুতিক পাখা)।তাহার প্রাপ্ত ভোটের সংখ্যা ১১৭।তাহার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলহাজ্ব মনির আহমদ(তালা) পেয়েছেন ৯২ ভোট।অপর প্রার্থী আলহাজ্ব গোলাম ফেরদৌস রুবেল( হাতি)পেয়েছেন ২২ ভোট।
অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে শাহিদা আক্তার জাহান(হরিন) পেয়েছেন ১২২ ভোট।তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুরাইয়া খানম(বল) পেয়েছেন ৮১ ভোট,দিলোয়ারা বেগম(টেবিল ঘডি) পেয়েছেন ১৫ ভোট,রুখসানা আকতার(দোয়াত কলম) পেয়েছেন ৮ ভোট, তাসলিমা আক্তার(বই) পেয়েছেন ৩ ভোট ও শিকু আরা বেগম(মাইক) পেয়েছেন ১ ভোট।
সর্বমোট ২৩৬ ভোটের মধ্যে ২৩১ টি ভোট ভোটাররা প্রয়োগ করেছেন।
সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব মন্ডল জানান,নির্বাচন সম্পুর্ন সিসি ক্যামেরার আওতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।