সাতকানিয়া প্রতিনিধি ,মোহাম্মদ হোছাইন: চট্টগ্রামের সাতকানিয়া মডেল হাই স্কুলে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(১৮ এপ্রিল) সকালে উক্ত বিদ্যালয়ে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত বিষয় নিয়ে ৬ষ্ঠ- ৮ম , ৯ম- ১০ম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্য থেকে প্রতিবিষয়ে একজন করে ১৩ জনকে সেরা বাছাই করা হয়।
একাদশ-দ্বাদশ শ্রেণিতে বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় প্রতিযোগিতায় একমাত্র একজন প্রতিবন্ধী প্রার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভাষা ও সাহিত্য প্রতিযোগিতায় তাসছিলা আহমদ, দৈনন্দিন বিজ্ঞানে আবু হুরায়রা মো: তানভির, গণিত ও কম্পিউটারে আয়শা ছিদ্দিকা এবং বাংলাদেশ স্টাডিজে রাধিকা দাশ সেরা হয়।
৯ম-১০ম শ্রেণিতে ভাষা ও সাহিত্য প্রতিযোগিতায় তাফানুম ওয়াশিমা, দৈনন্দিন বিজ্ঞানে উৎপল দেবনাথ, গণিত ও কম্পিউটারে জান্নাত মাওয়া নাদিয়া এবং বাংলাদেশ স্টাডিজে সাফওয়ান বিন হোছাইন সেরা হন।
একাদশ- দ্বাদশ শ্রেণিতে ভাষা ও সাহিত্য প্রতিযোগিতায় সাইমা জান্নাত, দৈনন্দিন বিজ্ঞানে জেরিন জাহান, গণিত ও কম্পিউটারে ইমন দাশ গুপ্ত, বাংলাদেশ স্টাডিজে জান্নাতুল মাওয়া এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয় প্রতিযোগিতায় একমাত্র প্রতিবন্ধী প্রার্থী শারমিন আক্তার সেরা নির্বাচিত হন।
সকালে উক্ত প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজিম শরীফ। এসময় বক্তব্য রাখেন সাতকানিয়া মডেল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ প্রতিযোগিতার বিচারকগণ।
বিকেলে উক্ত বিদ্যালয়ের হল রুমে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আজিম শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সজিব কান্তি রুদ্র।
বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ইলিয়াছ। বক্তব্য রাখেন প্রতিযোগিতার বিচারক অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ ও অধ্যাপক মো: গোলাম রসুল। মাস্টার জালাল আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার বিষয় ভিত্তিক বিচারক আবদুল্লাহ আল মামুন ও মো: ফরিদুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।