চতুর্থবারের মতো টাঙ্গাইল জেলার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন পাপন কুমার ভানু। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে ঠিকাদারি পেশায় নিয়োজিত থেকে ২০২১-২২ কর অর্থবছরে সেরা করদাতা নির্বাচিত হন তিনি।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজস্ব বোর্ডের সদস্য জাহিদ হাছানের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ভানু।
এর আগে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে জেলার সেরা করদাতা হিসেবে রাষ্ট্রীয়ভাবে তিনি পুরস্কৃত হয়েছেন।
জানা গেছে, পৌর শহরের এলজিইডি মোড়ের দেওলা এলাকার বাসিন্দা পাপন কুমার ভানু ২০০০ সালের শুরুতে ঠিকাদারি ব্যবসা শুরু করেন।
টানা ২০ বছর এ পেশায় নিয়োজিত থেকে সরকারি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সড়কসহ বিভিন্ন কর্মকাণ্ড সফলভাবে সম্পন্ন করেছেন।
একই সঙ্গে নিয়মিত কর পরিশোধ করায় ২০১৯ সালে এসে তিনি জেলার সেরা করদাতা হিসেবে প্রথম রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি অর্জন করেন।
এরপর ২০২০, ২০২১ ও ২০২২ সালেও তিনি এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
চলতি কর অর্থবছরে তিনি জেলার সেরা করদাতা হওয়ায় গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন।