মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চার নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছাড়া চা বাগানে এই ঘটনাটি ঘটে।
কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, চা-শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) ও শকুন্তলা ভূমিজ (৪০)।
প্রানেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটি চাপায় তারা ঘটনাস্থলে নিহত হন।’
তিনি আরো বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’