চিলাহাটির গোসাইগঞ্জ বন প্রকাশ্যে গাছ কাটছে দুর্বৃত্তরা, নিশ্চুপ বনবিভাগ
নীলফামারীর ডোমার উপজেলার সবদিগঞ্জ বন রাতের আঁধারে দুর্বৃত্তরা নির্বিচারে গাছ কেটে নিয়ে যাচ্ছে। এতে বন বিভাগের নীরব ভূমিকা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমিতে থাকা মূল্যবান গাছগুলো কাটা হচ্ছে। বনের আশপাশের বাসিন্দারা জানান, রাতের বেলায় গাছ কাটার শব্দ শোনা যায়। কিন্তু সকালে গিয়ে দেখা যায় গাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে, আবার অনেক ক্ষেত্রে কাটা গাছ সরিয়েও নেওয়া হয়েছে। বন বিভাগের কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায় না। এমনকি স্থানীয় প্রশাসনকেও এ বিষয়ে পদক্ষেপ নিতে দেখা যায় না। তাদের দাবি, বন বিভাগ ও প্রশাসনের নীরবতার কারণেই দুর্বৃত্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এই নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
বনরক্ষী বলেন দুর্বৃত্তদের গাছ কাটা বাধা দেই, তখন তারা আমাকে বিভিন্ন কৌশলে ভয় দেখায় ।আমি কর্তৃপক্ষকে জানিয়েছি , তাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে। পুলিশের কাছে সহায়তা নিছি পুলিশ প্রাথমিক একটি পদক্ষেপ নিয়েছে, তারা পরামর্শ দিয়েছে যে, একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে। আমি একা আছি, দুর্বৃত্তরা আমাকে ভয় পায় না। দিনে দুপুরে গাছ কাটে এবং জমি দখল করে মাল্টা চাড়া রোপণ করছে। দুর্বৃত্তরা প্রায় ২ মাস থেকে গাছ কাটে এবং জমি দখল করে আসতেছে।
এই অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা ফরেস্ট রেঞ্জ অফিসার মোঃ আব্দুল হাই জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তারা শীঘ্রই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।
স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং গাছ কাটা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, এই কাজের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি তুলেছেন।