সততা দেশপ্রেম, শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন ও চেইন অব কমান্ড মেনে চলতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন।’
অনুষ্ঠানে প্রায় ১৩ বছর আগে দুর্ভাগ্যজনকভাবে পিলখানায় ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করেন বঙ্গবন্ধুকন্যা।
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম কালো দিন। সেদিন পিলখানায় নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠেছিল কিছু বিপথগামী সৈনিক। সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি’র (তৎকালীন বাংলাদেশ রাইফেলস, বিডিআর) সদর দফতরে তারা এক ধ্বংসলীলা চালান। তাদের সেই উন্মত্ততার শিকার হয়ে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তা এবং নারী ও শিশুসহ আরও ১৭ জন।
বিজিবি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী সেই দিনটির কথা তুলে ধরে দুঃপ্রকাশ করেন। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেন।
শেখ হাসিনা আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা আগের চেয়ে সহজ হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর তিনি পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি ডিজিসহ বিজিবি কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরে শুরু হয় বিজিবির কুচকাওয়াজ।
বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশ নেন সরকারপ্রধান।