আলীকদম(বান্দরবন) প্রতিনিধিঃ চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল পরীক্ষার্থীরা (গোল্ডেন জিপিও -এ) পাওয়ায় বিদ্যালয়ে সভাপতি তিন শিক্ষার্থীকে সম্মানন ও নগদ আর্থিক অনুদান প্রদান।
আজ ৭ ডিসেম্বর ২০২২খ্রীঃ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকার সময় এক অনাডম্বর অনুষ্টানে মাধ্যমে কৃতি তিন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ ১০( দশ) হাজার টাকা করে তিন জনকে ৩০ হাজার টাকা ব্যাক্তিগত অনুদান প্রদান করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা। জিপিও- ৫ ( গোল্ডেন এ) পাওয়া শিক্ষার্থী হলেন, রবিউল আলম, সাদিয়া সুলতানা ও পারভিন আক্তার।
চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বে এই সময় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা।
উল্লেখ বিদ্যালয়টি প্রতিষ্টা লগ্ন থেকে এই বারে সর্ব প্রথম চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয় থেকে এক সাথে তিন জন শিক্ষার্থী জিপিও – ৫ ( গোল্ডেন – এ) পেল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুংড়িমং মার্মা বলেন এই বারে আমাদের বিদ্যালয়ের এস এস সি ২০২২ শিক্ষাবর্ষে চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয় থেকে সর্বপ্রথম তিন জন পরিক্ষার্থী মেধার স্বাক্ষর রেখেছে এই জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদের সকল সদস্য ও সম্মানিত শিক্ষক মণ্ডলী অত্যান্ত আনন্দিত। তিন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও আমার ব্যাক্তিগত পক্ষ থেকে প্রত্যকে ১০ হাজার অনুদান দিয়ে তাদের উৎসাহিত করলাম এতে করে বিদ্যালয়ে অধ্যায়রত অন্য শিক্ষার্থীরাও যে আগামীতে কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে,এই সম্মাননা ও আর্থিক অনুদান কৃতি শিক্ষার্থীদের প্রেরণাদায়ক হবে বলে মনে করেন।
দুংড়িমং মার্মা বর্তমানে আলীকদম উপজেলা ২ টি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিদ্যালয় দুইটি চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয় ও আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়। এই বারে আলীকদম বালিকা বিদ্যালয় থেকেও চংক্রাত ম্রো নামে একজন পরিক্ষার্থী ক্ষুদ্রনৃগোষ্টির মুরুং সম্প্রাদাযের জিপিও – ৫ ( গোল্ডেন – এ) পেয়েছেন।
চৈক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের তিন কৃতি শিক্ষার্থীর মতো অনুরোপ ভাবে বালিকা বিদ্যালয়ের জিপিও -৫( গোল্ডেন – এ) পাওয়া শিক্ষার্থী চংক্রাত ম্রোকেও সম্মাননা ও নগদ অনুদান প্রদান করবেন বলে জানান বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়িমং মার্মা।