ছাত্রলীগের পদ নিতে এই প্রথম দিতে হচ্ছে লিখিত পরীক্ষা। তবে ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, চেয়ারম্যানের নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ পদ নিতে প্রথমত পরীক্ষা দিতে হবে। দ্বিতীয়ত তার চরিত্র ভালো কি না তা যাচাই-বাছাই করে তাকে পদে অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
এ কারণে রংপুরের কাউনিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগ কমিটির নেতৃত্বে আসার জন্য পদপ্রত্যাশীদের দিতে হয়েছে লিখিত পরীক্ষা।
নেতা নির্বাচনের জন্য ব্যতিক্রমী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রংপুর জেলা ও মহানগরের ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। এটি সারা বাংলাদেশে চালু করা হোক―এ দাবিও জানান তারা।
গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কলেজ মাঠে শুরু হয় কর্মী সভা। সভা শেষে তাদের জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়। এরপর ‘কারাগারের রোজনামচা’ ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বই দুটির আলোকে পরীক্ষায় অংশ নেন পদপ্রত্যাশীরা।
৫০ নম্বরের পরীক্ষায় অর্ধশতাধিক পদপ্রত্যাশী অংশ নেন। তাদের পরীক্ষার সময় বরাদ্দ ছিল ৩০ মিনিট।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, “অনেকেই বঙ্গবন্ধুর জীবন-আদর্শ সম্পর্কে জানেন না। নেতা নির্বাচনের জন্য পরীক্ষার মাধ্যমে তারা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে ও শিখতে পারবেন। ‘কারাগারের রোজনামচা’ও ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ওপরই আমরা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মাধ্যমে একটি নতুন অধ্যায় সৃষ্টি হবে। ”