মোঃ রাজন আহ্ম্মেদ,ধামরাই(ঢাকা) প্রতিনিধি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসে রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ধামরাই উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মি ও জাতির শ্রেষ্ঠ সন্তানরা।
আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও মাজার জিয়ারত করেন আমেনা নুর ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট দানবীর বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান সিআইপি,ঢাকা বিশ এর সাবেক সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেস হোসেন,সাবেক কমান্ডার ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া।
মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের সাথে পালন করার লক্ষ্যে ধামরাই উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম, স্কুল,কলেজ, মাদ্রাসায় চলমান দোয়া ও মিলাদ মাহফিল এবং গণভোজের আয়োজন করতেছি তারই অংশ হিসেবে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলাম। সেই সাথে বঙ্গবন্ধুর পরিবারের যারা শহীদ হয়েছেন প্রত্যেকে যেন আল্লাহ তায়ালা জান্নাতের সর্বোত্তম মাকাম করেন।বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করতেছি।
সাবেক সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক বলেন যার জন্ম না হলে বাংলাদেশ হতো না,যার ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি,তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি।
আরো উপস্থিত ছিলেন ডক্টর আমিন আল জামান সহ উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ সুশীল সমাজ সহ সাংবাদিকবৃন্দ।