শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
“পৃথিবীতে এর চেয়ে কলঙ্কজনক ঘটনা আর হতে পারে না। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই মানুষটিকে হত্যা করে, আইন পাস করা হয়েছিলো যেন হত্যাকারীদের বিচার না হয়। জিয়াউর রহমানের নেতৃত্বে এ আইন পাস করা হয়েছিল। কীরকম অসভ্য বর্বর মানুষ হলে এটা সম্ভব..” ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার (১৫ আগস্ট) সকালে অনুষ্ঠিত আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাংসদ এবাদুল করিম বুলবুল। এসময় তিনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে বৈশ্বিক মন্দা থেকে পরিত্রাণের জন্য সকলকে নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, নবীনগর পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, নবীনগর থানার অফিসার্স ইনচার্জ আমিনুর রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আজহার হোসেন লালু, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দীন। এর আগে সকাল নয়টায় উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবীনগর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সহ স্থানীয় জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বৃক্ষরোপণ, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন দুপুরে নবীনগর উপজেলা আওয়ামী কর্তৃক নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।