মুহাম্মদ আলী স্টাফ রিপোর্টার: ”খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতি পার্দ্যকে সামনে রেখে বান্দরবানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ উপলক্ষে সংশ্লিষ্ট সকল সরকারি বেসরকারি বিভাগ ও প্রতিষ্ঠান সমুহের সমন্বয়ে ২৪ এপ্রিল রবিবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও বান্দরবানের সিভিল সারর্জন ডা: নীহার রঞ্জন নন্দী,বান্দরবান পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: অং চা লু, বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ফারজানা আলী, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন লীন প্রকল্পের বান্দরবান জেলা কো-অর্ডিনেটর অংচানু মারমা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডাক্তার সালাউদ্দিন, ডাক্তার আলমগীর,সিনিয়র স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা সাসুইচিং মারমা, বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশন এর উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ, জেলা সমাজ অধিদপ্তরের উপ-পরিচালক মিল্টন মহুরি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, সাংবাদিক বোদ্ধ জ্যোতি চাকমা,সাংবাদিক মুহাম্মাদ আলী’সহ আরো অনেকে । অনুষ্ঠানে অতিথিরা জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) সপ্তাহ ব্যাপী নানা কর্মসূচি ও স্বাস্থ্য পুষ্টি বিয়ষক নানা তাৎপর্য তুলে ধরেন এবং জনগনকে স্বাস্থ্য বিষয়ের সচেতন করে গড়ে তুলার জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন ।