বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে “দোয়া ও আলোচনা সভা” উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ জাপান শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম রকি ও সঞ্চালনায় সাধারণ সম্পাদক রুহুল আমিন মামুন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল নিবেদন করেন জাপান ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত সভায় ভিডিও কনফারেন্সে বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক রাজিব আহমেদ এবং ১৫ই আগস্ট শোকাবহ মাসে বঙ্গবন্ধু তাঁর পরিবারের বর্বরোচিত হত্যাকাণ্ডের নিয়ে আলোচনা করেন জাপান শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ ও একুশে আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের শহীদ হওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে দোয়া মোনাজাত করা হয়।
সেইসাথে ২১ আগস্ট হত্যাকাণ্ডের প্রতিবাদে জাপানের রাজপথে একটি প্রতিবাদ ও শোক রেলী বের করেন।