জাবি প্রতিনিধি-আসিবুল ইসলাম রিফাত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় আগত ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলসভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা।
৩১ জুলাই (রবিবার) থেকে শুরু হওয়া এবারের ভর্তি পরীক্ষায় পাঁচটি ইউনিটে মোট ১৮৮৮টি আসনের বিপরীতে দুই লাখ ৮৪ হাজার ৬০৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ভর্তি পরিক্ষার্থী প্রায় ১৫১ জন।এই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের শৃঙ্খলাবদ্ধ রাখার দায়িত্ব পালন করে যাচ্ছেন রোভার স্কাউট সদস্যরা।
মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করার লক্ষ্য সামনে রেখেই বিশ্ববিদ্যালয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বার্থে রোভার স্কাউট সদস্যরা প্রতিদিন প্রায় ৭ ঘণ্টা (সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা) অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। ভর্তি কেন্দ্রগুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের আসন খুঁজতে সহায়তা, শিফট ভিত্তিক শিক্ষার্থীদের কেন্দ্রের ভিতরে প্রবেশের জন্য শৃঙ্খলাবদ্ধ করাসহ ভর্তিচ্ছুদের পাশে দাঁড়াতে নানারকম কাজ করছে এই গ্রুপের সদস্যরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় রোভার ইন কাউন্সিলের সভাপতি ও সিনিয়র রোভার মেট (এসআরএম) ফরিদ আহমেদ বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছুদের সেবা ও সহযোগিতায় প্রতিবছরের ন্যায় এবারও ৬০ জন স্কাউট সদস্য ভর্তি পরীক্ষায় শৃঙ্খলাকমিটির সহযোগী হিসেবে কাজ করছেন।বিশ্ববিদ্যালয়ের নতুন কলা,রসায়ন,পদার্থ ও ফার্মেসি ভবনসহ মোট নয়টি ভবনে দায়িত্ব পালন করছে তারা।ভর্তি পরীক্ষা উপলক্ষে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পাঁচদিনের বিশেষ “এডমিশন ক্যাম্প” ঘোষণা করেছি।এছাড়া প্রতিটি সদস্য প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রশাসনকে সহযোগিতা করার জন্য যে কাজগুলো করা দরকার তা যথাযথভাবে পালন করবে।’
ভর্তি পরীক্ষায় রোভারের কার্যক্রম প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় রোভার স্কাউটের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “প্রত্যেকটি রোভার সদস্য সবসময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমকে গতিশীল ও সচল রাখা এবং সেই সাথে ভর্তি পরীক্ষা যাতে নির্বিঘ্নের মাধ্যমে সম্পন্ন হয় সেজন্য বিভিন্ন ভবনে শৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। ভর্তি পরীক্ষায় মূলত বিশ্ববিদ্যালয় পরিবারকে সহযোগিতা করাই আমাদের অন্যতম দায়িত্ব এবং সেই দায়িত্বের আলোকেই সদস্যগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিবেদিত থাকে।এছাড়াও তারা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।”
উল্লেখ্য,প্রায় ৪০ বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট অগ্রযাত্রা শুরু করে।রুটিন কার্যক্রমের পাশাপাশি ঢাকা জেলা রোভার এবং বাংলাদেশ স্কাউটসের সাথে সমন্বয় করে বিভিন্ন স্কাউটিং কার্যক্রমগুলোতে (দুর্যোগ,ব্লাড ক্যাম্পেইন,করোনা মহামারিতে স্বেচ্ছাসেবা প্রদান) অংশগ্রহন করে জাবি রোভার স্কাউটস।