জামগড়া আর্মি ক্যাম্পের রাতভর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার তিনজন
কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী এবং তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের গোচরীভূত হলে অদ্য ৩১ অক্টোবর রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল সন্ত্রাসীদের আস্তানায় একাধিক অভিযান পরিচালনা করে।
অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, একটি পিস্তল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়।আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
*গ্রেফতারকৃত ব্যক্তিবর্গঃ*
ক. নায়ন আলী (১৮), জামিরা হাটপাড়া, রাজশাহী।
খ. বাবর হোসেন (বাবলু) (৪৫), কন্দাইল, আশুলিয়া।
গ. মোঃ গোলাম রাব্বি (১৮), ফুলবাড়ী, বগুড়া।
উদ্ধারকৃত সরঞ্জামাদিঃ
ক. ১টি পিস্তল।
খ. ১টি দেশি অস্ত্র।
গ. ২০০ গ্রাম গাঁজা।
ঘ. অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২ টি মোবাইল ফোন।
অবৈধ অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করায় উত্তর কান্দাইল এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে।

 
								                                        












